ইউক্রেনে আরও রক্তাক্তলড়াইয়ের শঙ্কা

বিশ্ববেলা ডেস্ক : চলতে পারে দীর্ঘদিন
ইউক্রেনে আরও রক্তাক্তলড়াইয়ের শঙ্কা

ইউক্রেন যুদ্ধে রাশিয়া সামরিক বিজয় পাবে না বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এমনটাই মনে করছেন। তিনি বলেছেন, ইউক্রেনে কয়েক হাজার রুশ সেনা রয়েছে। তাই কিয়েভ বাহিনীর জন্যও বিষয়টা সহজ হবে না। তার মানে, লড়াই আরও রক্তাক্ত হতে চলেছে। এদিকে এর আগে এমনই আভাস দিয়েছিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ এই মিত্র বলেছেন, ইউক্রেনে মস্কোর যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে। খবর আলজাজিরার।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি গত বৃহস্পতিবার বলেন, নিজেদের ভূখণ্ড থেকে রুশ সেনাদের যে কোনো সময় পিছু হটতে বাধ্য করবে কিয়েভ বাহিনী। এই যুদ্ধ সামরিকভাবে রাশিয়া জিতবে না। কোনোভাবেই না। কিয়েভে সরকারের পতনসহ রাশিয়ার মূল কৌশলগত উদ্দেশ্যগুলো সামরিকভাবে অর্জনযোগ্য নয়। মিলি ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের সদস্য, যা রামস্টেইন নামেও পরিচিত। তিনি বলেন, ইউক্রেনে কয়েক হাজার রুশ সেনা রয়েছে।

তাই কিয়েভ বাহিনীর জন্যও বিষয়টা সহজ হবে না। তার মানে, লড়াই আরও রক্তাক্ত হতে চলেছে। একপর্যায়ে হয়তো দুপক্ষই সমঝোতায় আসবে অথবা সামরিক সিদ্ধান্তে পৌঁছাবে। এর আগে এমন আভাস দিয়েছিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ এই মিত্র বলেছেন, ইউক্রেনে মস্কোর যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে। ভিয়েতনাম সফরের সময় মেদভেদেভকে উদ্ধৃত করে আরআইএ নিউজ এজেন্সি বলেছে, এই সংঘাত খুব দীর্ঘসময় ধরে চলবে, সম্ভবত কয়েক দশক।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর দীর্ঘসময় রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে তিনি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষস্থানীয় এই মিত্র ভিয়েতনাম সফরের সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে সর্বশেষ ওই মন্তব্য করেন। অবশ্য রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট প্রায়ই কঠোর নানা মন্তব্য করে থাকেন। এমনকি গত মাসে ইউক্রেনীয় কর্তৃপক্ষকে সংক্রমণ হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি।

এ ছাড়া ইউক্রেনে রাশিয়া হারলে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে বলে চলতি বছরের জানুয়ারিতে সতর্ক করে দিয়েছিলেন এই পুতিন মিত্র। ভিয়েতনাম সফরের সময় দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘এই সংঘাত দীর্ঘসময় ধরে চলবে, সম্ভবত কয়েক দশক।’ ইউক্রেন নাৎসি রাষ্ট্র বলে মস্কোর দাবির পুনরাবৃত্তি করে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘যতদিন দেশটিতে এ ধরনের সরকার ক্ষমতায় থাকবে, সেখানে দেখা যাবে তিন বছরের যুদ্ধবিরতির পর দুই বছর ধরে সংঘাত হচ্ছে এবং এগুলোর সবকিছুরই বারবার পুনরাবৃত্তি হবে।’ এর আগে গত জানুয়ারিতে মেদভেদেভ বলেন, ইউক্রেনে রাশিয়া পরাজিত হলে পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে তার দেশ।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মেদভেদেভ সে সময় বলেন, পরমাণু শক্তিধর দেশগুলো বড় ধরনের সংঘাতে কখনোই হারেনি। কারণ এর ওপর তাদের ভাগ্য নির্ভর করে। এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ দুই পারমাণবিক অস্ত্রধারী রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের প্রায় ৯০ শতাংশ পারমাণবিক ওয়ারহেডের দখল রয়েছে। রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শুধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে রয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com