
ভারতের বাজার থেকে ২ হাজার রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নোট ব্যাংকে জমা দিয়ে সমপরিমাণ রুপি নিতে বলা হয়েছে। গতকাল শুক্রবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ ঘোষণা দেয়। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ১৯টি আঞ্চলিক শাখায় এ নোট জমা দিয়ে কম মূল্যমানের নোট দিয়ে সমপরিমাণ অর্থ নেওয়া যাবে। ২৩ মে এটি শুরু হবে। উল্লেখ্য, এটি ভারতের সর্বোচ্চ মূল্যমানের মুদ্রা।