লাদাখ সীমান্তের পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ বললেন জয়শঙ্কর

বিশ্ববেলা ডেস্ক
লাদাখ সীমান্তের পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ বললেন জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত-চীন সীমান্তের লাদাখ প্রদেশের পরিস্থিতি ‘ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ’। সীমান্তের কিছু কিছু জায়গায় দুই দেশের সেনারা প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছেন। গতকাল শনিবার ইন্ডিয়া টুডের একটি সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।

সম্মেলনে জয়শঙ্কর বলেন, ‘আমার ধারণা অনুযায়ী পরিস্থিতি এখনো খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছে, কারণ কিছু জায়গায় আমাদের সেনারা (চীনের সেনাদের) খুব কাছে অবস্থান করছে, সামরিকভাবে এটি খুবই ঝুঁকিপূর্ণ।’

উল্লেখ্য, ২০২০ সালের মাঝামাঝি সময়ে লাদাখ সীমান্তে ভারত-চীনের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। অন্যদিকে চীনের ৪০ সেনা হতাহত হন। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে কূটনৈতিক ও সামরিক আলোচনার পর এই পরিস্থিতি শান্ত হয়। এরপর ২০২২ সালের ডিসেম্বরে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। তবে ওই সময় কোনো আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com