
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে আট মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত। গতকাল মঙ্গলবার পিটিআই প্রধানের আবেদন শুনানি শেষে আদালত ৮ জুন পর্যন্ত ইমরানের জামিন মঞ্জুর করেন। খবর দ্য ডন ও জিও নিউজের।
অভিযোগ রয়েছে, গত ১৮ মার্চ তোষাখানা মামলার শুনানি চলাকালে ইমরান ও তার দলের কর্মীরা পুলিশের ওপর হামলা এবং ইসলামাবাদের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সের (এফজেসি) সামনে হাঙ্গামা করেছিল। এসব অভিযোগে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ইসলামাবাদের গোলরা, বরা কাহু, রমনা, খান্না ও সিটিডি পুলিশ স্টেশনে মামলা করা হয়।
এসব মামলায় জামিন পাওয়ার পর আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোতে (এনএবি) হাজির হন। এর আগে ইমরানের স্ত্রী বুশরা বিবিকে ১৯ কোটি পাউন্ডের ঘুষের মামলায় ৩১ মে পর্যন্ত জামিন দেন আদালত। এর আগে লাহোর হাইকোর্ট এ মামলায় বুশরা বিবিকে ২৩ মে পর্যন্ত সুরক্ষামূলক জামিন দিয়েছিলেন। গতকাল জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি পুনর্জামিনের আবেদন করেন।
৪ পুলিশসহ নিহত ৬: পাকিস্তানে একটি জ্বালানি কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য। জঙ্গিরা গতকাল উত্তর-পশ্চিমাঞ্চলে একটি প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ এবং দুই ব্যক্তিগত গার্ডকে হত্যা করে। পুলিশ কর্মকর্তা ইরফান খান বলেন, আফগান সীমান্তের কাছে হাঙ্গু জেলায় এমওএল পাকিস্তান তেল ও গ্যাস কোম্পানির একটি কারখানায় অন্তত ৫০ জঙ্গি হামলা চালায়। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানি তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী বছরের পর বছর ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমের দুর্গম পাহাড়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রায়ই নিরাপত্তা বাহিনী এবং অবকাঠামোর ওপর হামলা চালায়।