
জাপানের হিরোশিমায় মহাত্মা গান্ধীর একটি মূর্তি উন্মোচন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় গতকাল শনিবার তিনি এ মূর্তি উন্মোচন করেন। জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে গত শুক্রবার জাপান যান মোদি। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।
টুইটারে একটি ছবি শেয়ার করে মোদি বলেন, মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি অহিংসার ধারণাকে এগিয়ে নিয়ে যাবে। জাপানি ভাষায় একটি টুইটে তিনি লিখেছেন, হিরোশিমায় মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে। হিরোশিমায় এই মূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেয়। শান্তি ও সম্প্রীতির গান্ধীবাদী আদর্শ বিশ্বব্যাপী প্রতিধ্বনিত হয় এবং লাখ লাখ মানুষকে শক্তি দেয়।
মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচনের পর সাংবাদিকদের তিনি বলেন, জি-৭ শীর্ষ সম্মেলন এ দেশে হওয়ার কারণে আমি মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচনের সুযোগ পেয়েছি। এই মূর্তি অহিংসার ধারণাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ, আজও বিশ্ব যখন হিরোশিমা শব্দটি শোনে তখন ভয়ে শিউরে ওঠে। জাপানের প্রধানমন্ত্রীকে আমি একটি বোধি গাছ উপহার দিয়েছিলাম। সেটি হিরোশিমায় রোপণ করা হয়েছে। এটি আমার কাছে খুবই দুর্দান্ত একটি ঘটনা। কারণ, আজও বিশ্ব যখন হিরোশিমা শব্দটি শোনে তখন ভয়ে শিউরে ওঠে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ মারা যায়। এ ঘটনার তিন দিন পর অর্থাৎ ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে ‘ফ্যাট ম্যান’ নামে আরেকটি বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এতে ৭৫ হাজারের বেশি মানুষ মারা যায়।