
জার্মান অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি রাইনমেটাল প্রয়োজন হলে ইউক্রেনে ১৩৯টি লেপার্ড যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করতে পারবে। কোম্পানিটির এক মুখপাত্র মিডিয়া গ্রুপ আরএনডিকে এ কথা বলেছেন। খবর রয়টার্সের।
কোম্পানিটির মুখপাত্রকে উদ্ধৃত করে বলা হয়, রাইনমেটাল আগামী এপ্রিল-মে মাস নাগাদ ২৯টি লেপার্ড-২-এ-৪ ট্যাঙ্ক ইউক্রেনে সরবরাহ করতে পারবে। আর ২০২৩ সালের শেষ বা ২০২৪ সালের শুরুর দিকে তারা একই মডেলের আরও ২২টি ট্যাঙ্ক সরবরাহ করতে পারবে। এ ছাড়া কোম্পানিটি ৮৮টি পুরোনো লেপার্ড-১ ট্যাঙ্কও সরবরাহ করতে পারবে বলে জানিয়েছেন মুখপাত্র। তবে সে ক্ষেত্রে কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। লেপার্ড-২ বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধ ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক জার্মানিসহ অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী ব্যবহার করে। কানাডা ও ইন্দোনেশিয়া এই ট্যাঙ্ক ব্যবহার করে। এ ছাড়া আফগানিস্তান, কসোভো ও সিরিয়ার সংঘাতে এই ট্যাঙ্ক ব্যবহার করা হয়।