
আইসিসির ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। এ ছাড়া তাকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে দেশটি। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ডাটাবেসের বরাত দিয়ে গত শুক্রবার এ কথা জানায় বিবিসি। করিম খান নামে পরিচিত এ ব্রিটিশ আইনজীবী ইউক্রেন যুদ্ধের কারণে চলতি বছর মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন করেন। এটা আমলে নিয়ে ২০ মার্চ পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক তোমোকো আকানে, রোজারিও সালভাতোরে আইতালা এবং সার্জিও জেরার্ডো উগালদে গোদিনেজের সমন্বয়ে গঠিত বেঞ্চ।