হোয়াইট হাউসেরকাছে ট্রাক দুর্ঘটনা মিলল নাৎসি পতাকা

বিশ্ববেলা ডেস্ক
হোয়াইট হাউসেরকাছে ট্রাক দুর্ঘটনা মিলল নাৎসি পতাকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবন হোয়াইট হাউসের কাছে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনা ইচ্ছাকৃত বলে মনে করা হচ্ছে এবং ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ছাড়া ট্রাকের ভেতর থেকে বেরিয়ে আসা নাৎসি পতাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২২ মে) রাতে হোয়াইট হাউসের কাছে স্থাপিত নিরাপত্তা ব্যারিকেডে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

সোমবার রাতে হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা ব্যারিকেডে দুর্ঘটনার মুখে পড়ার পর ভাড়া করা বক্স ট্রাকের চালককে আটক করে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। এই দুর্ঘটনাকে ইচ্ছাকৃত বলে মনে করা হলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা চলমান কোনো বিপদও নেই। একজন প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার রাতে ওই ট্রাকটি হোয়াইট হাউসের মাঠ সংলগ্ন লাফায়েট স্কয়ারে নিরাপত্তা ব্যারিয়ারে দুর্ঘটনার মুখে পড়ে। পরে তদন্তকারীরা ট্রাকের ভেতর থেকে বাইরে আসা নাৎসি স্বস্তিকা পতাকা খুঁজে পান। রয়টার্সের একজন ফটোগ্রাফার বলেন, দুর্ঘটনার পরে ফুটপাতে পড়ে থাকা পতাকা ও প্লাস্টিকের ব্যাগগুলো কর্মকর্তারা উদ্ধার করেন। মার্কিন সিক্রেট সার্ভিসের কমিউনিকেশন চিফ অ্যান্থনি গুগলিয়েলমি টুইটারে বলেছেন, ‘চালক ইচ্ছাকৃতভাবে লাফায়েট স্কয়ারের নিরাপত্তা ব্যারিয়ারে আঘাত করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।’

সিক্রেট সার্ভিসের তদন্তে সহায়তায় ইউএস পার্ক পুলিশ এই ঘটনায় অভিযোগ করবে বলেও জানিয়েছেন তিনি। ক্রিস জাবোজি নামে দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে ট্রাকটিকে ব্যারিকেডের মধ্যে চলে যেতে দেখা যাচ্ছে। ভিডিওটির সত্যতা যাচাই করেছে রয়টার্স। তিনি বলেন, একবার আঘাত করার পর ট্রাকচালক দ্বিতীয়বার তার ট্রাকটিকে দিয়ে ব্যারিয়ারে আঘাত করেন। ২৫ বছর বয়সী জাবোজি পেশায় একজন এয়ারলাইন পাইলট এবং ওয়াশিংটনে বসবাস করেন। তিনি বলেন, সবেমাত্র ন্যাশনাল মলে জগিং শেষ করে বাড়ির দিকে হাঁটতে শুরু করার পরই তিনি বিকট শব্দ শুনতে পান।

তিনি বলেন, ‘আমি পেছন ফিরে তাকালাম এবং দেখলাম ইউ-হল ভ্যানটি ব্যারিকেডের মধ্যে ধাক্কা খেয়েছে। পরে আমি আমার ফোনে ভিডিওটি ধারণ করি।’ সিক্রেট সার্ভিসের গুগলিয়েলমি তার আগের একটি টুইটে জানান, ট্রাক দুর্ঘটনায় হোয়াইট হাউস বা সিক্রেট সার্ভিসের কেউ আহত হয়নি। তবে ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঠিক কোথায় ছিলেন তা স্পষ্ট নয়। রয়টার্স বলছে, সোমবার সন্ধ্যায় ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট হোয়াইট হাউসে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করেন। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক হোটেল কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিসের অনুরোধে কাছাকাছি হে অ্যাডামস হোটেলটি খালি করা হয়। এ ছাড়া সিক্রেট সার্ভিস বলেছে, ওই ঘটনার পরে পার্কের চারপাশে কিছু রাস্তা এবং পথচারীদের হাঁটার পথও বন্ধ ছিল।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com