নতুন ডিউক অব এডিনবরা প্রিন্স এডওয়ার্ড

বিশ্ববেলা ডেস্ক
নতুন ডিউক অব এডিনবরা প্রিন্স এডওয়ার্ড

ব্রিটেনের নতুন ডিউক অব এডিনবরা হয়েছেন প্রিন্স এডওয়ার্ড। বাকিংহাম প্যালেস এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। রাজা তৃতীয় চার্লস তার প্রয়াত বাবা প্রিন্স ফিলিপের ডিউক অব এডিনবরা উপাধিতে ভূষিত করেন ভাই এডওয়ার্ডকে। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে এডওয়ার্ডকে তার ৫৯তম জন্মদিনে এই পদবি দেওয়া হলো।

প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করার সময় ডিউক অব এডিনবরা পদবি পান। খবর বিবিসির।

২০২১ সালে মারা যান প্রিন্স ফিলিপ। তিনি ৭০ বছর ধরে ডিউক অব এডিনবরা ছিলেন। ফিলিপের মৃত্যুর প্রায় দুই বছর পর তার ছোট ছেলে প্রিন্স এডওয়ার্ড ডিউক অব এডিনবরা হলেন। এ হিসেবে তার স্ত্রী সোফি হলেন ডাচেস অব এডিনবরা। নতুন এই উপাধি নিয়ে গত শুক্রবার দুজনই স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে যান।

প্রিন্স এডওয়ার্ড তার ক্যারিয়ারের শুরুর দিকে থিয়েটার এবং টিভি প্রোডাকশনে কাজ করতেন। পরে তিনি রাজদায়িত্ব পালনে মনোযোগী হন। বাবা প্রিন্স ফিলিপের অনেক কাজেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রিন্স ফিলিপ সব সময়ই চাইতেন তার ছোট ছেলে এই উপাধি পাক; কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল কেবল রাজা তৃতীয় চার্লসের। আসছে মে মাসে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান হবে। এতে ব্রিটিশ রাজসিংহাসনের ১৩তম উত্তরসূরি এডওয়ার্ড অনুষ্ঠানে ডিউক হিসেবে যোগ দেবেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com