রাশিয়া থেকে এসইউ-৩৫ যুদ্ধবিমান কিনছে ইরান

রাশিয়া থেকে এসইউ-৩৫ যুদ্ধবিমান কিনছে ইরান

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্বে এক বছরেরও বেশি সময় ধরে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যেই রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে ইরান। এ লক্ষ্যে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতেও পৌঁছেছে দেশটি। তেহরান ও মস্কো নিজেদের মধ্যে অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার যে সিদ্ধান্ত নিয়েছে, তার অংশ হিসেবে ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করবে রাশিয়া। খবর বিবিসি ও আলজাজিরার।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি গত শনিবার জানায়, রাশিয়া থেকে উন্নত সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য তারা একটি চুক্তিতে পৌঁছেছে। এর মধ্যে দিয়ে মস্কো-তেহরানের মধ্যকার সম্পর্ক আরও প্রসারিত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে মস্কো—এমন একটি অভিযোগ ওঠার পর এ চুক্তির কথা জানা গেল। যদিও এ চুক্তির বিষয়ে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর জুলাইয়ে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে দেখা করেন। সে সময় ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর চাপের মুখেও ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দেন উভয় নেতা।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে যুদ্ধবিমান কেনার এ তথ্য জানিয়েছে। মিশন বলেছে, ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর তেহরান বেশ কয়েকটি দেশের কাছ থেকে যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করে। সে সময় শুধু রাশিয়া জানায়, দেশটি ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করতে প্রস্তুত। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও জানায়, কিন্তু সে সময় ইরানের সমরাস্ত্র কেনার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকায় তেহরানের পক্ষে রুশ যুদ্ধবিমান কেনা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী, ২০২০ সালের অক্টোবরে ইরানের ওপর থেকে প্রচলিত সমরাস্ত্র কেনার ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠে যায়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com