
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন। জিনপিং-পুতিনের মধ্যকার বৈঠকের তারিখও নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।
বেইজিং জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ মার্চ পুতিনের আমন্ত্রণে মস্কোতে অবস্থান করবেন প্রেসিডেন্ট শি জিনপিং। তারা আরও জানিয়েছে, ‘এ বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ চুক্তি’ সম্পাদন করা হতে পারে।
শুক্রবার এক টুইটে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, জিনপিংয়ের এ বৈঠকটি হবে ‘বন্ধুত্ব এবং শান্তির জন্য’।
তিনি আরও বলেছেন, ‘কোনো জোট নয়, কোনো শত্রুতা নয় এবং তৃতীয় পক্ষের ওপর কোনো আক্রমণ না করার ভিত্তিতে চীন এবং রাশিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতন্ত্রের প্রচার করে যাচ্ছে।’