চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

বিশ্ববেলা ডেস্ক
চীনের নতুন প্রধানমন্ত্রী  লি কিয়াং

চীনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াং (৬৩)। শনিবার দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে কিয়াং নির্বাচিত হন। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরে প্রধানমন্ত্রী হিসেবে তাকে বেছে নেন শি জিনপিং। খবর আলজাজিরার।

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯০০ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন কিয়াং। এর আগে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন লি কেকিয়াং। দেশটিতে রাষ্ট্রীয় পদমর্যাদার দিক থেকে প্রধানমন্ত্রীর অবস্থান দ্বিতীয়। জিরো-কভিড নীতির জন্য পরিচিত কিয়াং।

তীব্র বিরোধিতা ও অভিযোগ সত্ত্বেও এই নীতিতে অটল ছিলেন তিনি।

শি জিনপিং দেশটির পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশে কমিউনিস্ট পার্টির মহাসচিব থাকাকালে ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত তার চিফ অব স্টাফ ছিলেন কিয়াং। এভাবেই প্রেসিডেন্ট শি-এর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা হয় তার। পরে সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন কিয়াং।

মহামারির কারণে ধীর গতিতে চলতে থাকা অর্থনীতির চাকা সচল করার দায়িত্ব এখন নতুন প্রধানমন্ত্রীর ওপর। এ ছাড়া রপ্তানিতে বৈশ্বিক চাহিদা হ্রাস, চীনা পণ্যে বাড়তে থাকা যুক্তরাষ্ট্রের শুল্ক ইত্যাদি সমস্যা মোকাবিলা করতে হবে তাকে। গতবছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ শতাংশ। চলতি বছর ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। গত তিন দশকের মধ্যে এটি চীনের নির্ধারিত প্রবৃদ্ধির সর্বনিম্ন লক্ষ্য।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com