ফের উত্তাল লোকসভা

ফের উত্তাল লোকসভা

আদানি ইস্যুর জের এখনো রয়ে গেছে, এর মধ্যে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের লোকসভা। ক্ষমতাসীন দল বিজেপি এবার বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর লন্ডনে করা মন্তব্য নিয়ে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছে। এ ছাড়া তারা রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছে। যদিও কংগ্রেস বলছে, আদানি-হিন্দেনবার্গ বিতর্ক থেকে মনোযোগ সরাতে বিজেপি এসব করছে। খবর এনডিটিভি, ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকার।

গতকাল সোমবার সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনাতেই উত্তাল হয়ে ওঠে লোকসভা এবং রাজ্যসভা। লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, এমপি হওয়া সত্ত্বেও লন্ডনে রাহুল ভারতকে অপমান করেছেন। আমরা এই ধরনের বক্তব্যের নিন্দা জানাই। রাহুলের উচিত দেশবাসীর সামনে ক্ষমা চাওয়া।

রাজ্যসভায় রাহুলের বক্তব্যকে লজ্জাজনক বলে অভিহিত করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল। এর পরই বিজেপির অন্য সদস্যরা রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে স্লোগান তুলতে থাকে। প্রহ্লাদ জোশি বলেন, লন্ডনে রাহুল বলেছেন–অধিবেশনে যখন বিরোধী দলের এমপিরা কথা বলেন, তখন তাদের মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। উনি বিদেশের মাটিতে সংসদের অবমাননা এবং ভারতের অপমান করেছেন। শাসক দল এবং বিরোধী এমপিদের কথা কাটাকাটির জেরে প্রথম দফায় দুপুর ২টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।

রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সাংবাদিকদের তিনি বলেন, রাহুল বিদেশের মাটিতে ভারতকে অপমান করেছেন। তার বিরুদ্ধে দেশদ্রোহ আইনে অভিযোগ আনা দরকার।

রাহুলের বিরুদ্ধে দেশদ্রোহের
 অভিযোগ বিজেপির
রাহুলের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ বিজেপির

কংগ্রেসসহ বিরোধী দলগুলোর অভিযোগ, আলোচনা অন্যদিকে সরাতেই বিজেপি পরিকল্পনা করেই এ কাজ করছে। বিজেপি নেতাদের মন্তব্যের বিরোধিতা করে লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ করেন বিরোধী বিধায়করাও।

রাহুলের সমর্থনে বক্তব্য রাখতে উঠে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে, তারাই গণতন্ত্র বাঁচানোর কথা বলছে। এই ইস্যুতে রাহুলকে সমর্থন জানায় ডিএমকে, জেডি (ইউ), আম আদমি পার্টি ও বিআরএসের মতো দলগুলো।

সম্প্রতি ব্রিটিশ এমপি বীরেন্দ্র শর্মার আমন্ত্রণে হাউস অব কমন্সের সেদেশের কয়েকজন এমপির সঙ্গে কথা বলেন তিনি। কথা বলার সময় রাহুল দেখেন মাইক খারাপ। তখন তিনি বলেন, লোকসভার মাইক কিন্তু খারাপ না। তবে বন্ধ করে দেওয়া হয়। কণ্ঠরোধ করা হয় বিতর্কের। নোটবন্দি, জিএসটি, চীনা আগ্রাসনের মতো বিষয় নিয়ে সংসদে বিতর্কের কথা আমার মনে আছে। কিন্তু এখন আমরা সংসদের বদলে অন্য মঞ্চে বিতর্কের জন্য প্রশ্ন তৈরি করি। পরিস্থিতি বদলাচ্ছে। সংসদের বাইরে দাঁড়ানোর জন্যও আমাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে আমাদের লড়াই চলবে। রাহুলের এসব কথা প্রকাশ্যে আসার পরই তার বিরুদ্ধে বিদেশের মাটিতে দেশকে অপমান করার অভিযোগ তোলে ক্ষমতাসীন দল বিজেপি।

এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত রোববার বলেন, বিজেপি রাস্তা নির্মাণ করছে আর কংগ্রেস কবর খুঁড়ছে। কংগ্রেস আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখে। এদিন বেঙ্গালুরু-মইসুরু এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কংগ্রেসের ‘মোদি তেরি কাবার খোদেগি’ স্লোগানকে কটাক্ষ করে মোদি বলেন, তারা জানে না আমাদের দেশের মানুষ, নারী, মা-বোনের আশীর্বাদ আমার সুরক্ষা ঢাল।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com