বাখমুতের পতন নিয়ে ধোঁয়াশা

বাখমুতের পতন নিয়ে ধোঁয়াশা

বিশ্ববেলা ডেস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখল নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। শহরটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উচ্ছ্বাস প্রকাশ করে তার সেনাদের শুভেচ্ছাও জানিয়েছেন। তবে এ নিয়ে জাপানের হিরোশিমায় অবস্থানরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের প্রশ্নের বেশ কৌশলী উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, সেখানে সবকিছু রুশ সেনারা ধ্বংস করে দিয়েছে। শহরটি তাদের হৃদয়ে থাকবে। খবর বিবিসি ও রয়টার্সের।

জেলেনস্কি যে মুহূর্তে জাপানে জি-৭ সম্মেলনে অবস্থান করছেন, ঠিক সে সময়ই বাখমুত শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে রাশিয়া। বাখমুতে রাশিয়ার হয়ে কয়েক মাস ধরে লড়াই করছে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি বাখমুত দখলের দাবি করেন। তার এমন দাবির পর গ্রুপটিকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট পুতিন। এ নিয়ে জাপান সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে রোববার প্রশ্ন রেখেছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি না।’ একই সঙ্গে জেলেনস্কি বলেন, ‘শহরটি আমাদের হৃদয়ে থাকবে। এটা ট্র্যাজেডি। সেখানে কিছুই নেই। রুশ সেনারা সেখানে সবকিছু ধ্বংস করে দিয়েছে।’ জেলেনস্কির এমন জবাবের পর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাখমুত পতনের বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন বলে প্রতীয়মান হয়।

পরে ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্যের একটা ব্যাখ্যা দেন তার মুখপাত্র সের্গেই নিকিফোরভ। তিনি বলেন, রুশ বাহিনীর কাছে বাখমুত শহরের পতন হওয়ার বিষয়টি জেলেনস্কি নিশ্চিত করেননি। নিকিফোরভ তার ফেসবুক পেজে লিখেছেন, সাংবাদিকের প্রশ্ন ছিল—রাশিয়া বলেছে, তারা বখমুত দখল করেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির জবাব ছিল, ‘আমি মনে করি না।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com