
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকেও গোপন বেশ কিছু রাষ্ট্রীয় নথি উদ্ধার করা হয়েছে। রিপাবলিকান পেন্স পরে তার ইন্ডিয়ানার বাড়ি থেকে উদ্ধার হওয়া এসব নথি এফবিআইর কাছে হস্তান্তরও করেছেন বলে তার আইনজীবী যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভকে লেখা চিঠিতে জানিয়েছেন। আইনজীবী গ্রেগ জ্যাকবের লেখা ওই চিঠিগুলো মঙ্গলবার দেখেছে বার্তা সংস্থা রয়টার্স।
ন্যাশনাল আর্কাইভকে ১৮ জানুয়ারি লেখা চিঠিতে ওই গোপন নথিগুলো পাওয়ার কথা জানান জ্যাকব, পরে ২২ জানুয়ারি লেখা চিঠিতে বলেন, ভাইস প্রেসিডেন্টের বাড়িতে এসে এফবিআই ওই নথিগুলো সংগ্রহ করেছে। এর মাধ্যমে বাসভবনে গোপন নথি উদ্ধার হওয়া বাইডেন ও ট্রাম্পের দলভুক্ত হলেন পেন্স। ১৮ তারিখের চিঠিতে পেন্সের আইনজীবী জ্যাকব লিখেছিলেন, বাইডেনের বাসভবন থেকে গোপন নথি উদ্ধারের খবর পেয়ে ‘সাবধানতার অংশ হিসেবে’ পেন্স তার বাড়িতে রাখা নথির মধ্যে গোপনীয় কিছু আছে কিনা, তা জানতে বিশেষজ্ঞ আইনজীবীদের দ্বারস্থ হন।