বিশ্বে ১০০ কোটি মানুষ কলেরার ঝুঁকিতে ম জাতিসংঘ

বিশ্ববেলা ডেস্ক
বিশ্বে ১০০ কোটি মানুষ কলেরার ঝুঁকিতে ম জাতিসংঘ

বিশ্বের ৪৩ দেশের অন্তত ১০০ কোটি মানুষ কলেরার ঝুঁকিতে আছে। ২৪টি দেশে এরই মধ্যে এ রোগের প্রাদুর্ভাব শুরুও হয়ে গেছে। জাতিসংঘের অঙ্গসংগঠন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) ইনসিডেন্ট ম্যানেজার হেনরি গ্রে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর বিবিসি ও এনডিটিভির।

তিনি বলেন, গত বছর মে মাসের মাঝামাঝি ১৫টি দেশে কলেরার প্রাদুর্ভাব শুরু হয়। যেসব দেশের লোকজন কলেরায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন, তাদের জন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে তাদের চলতি বছরই এই ঝুঁকি থেকে বের করে আনা সম্ভব। তবে এ জন্য আমাদের অন্তত ৬৪ কোটি ডলারের তহবিল প্রয়োজন, যা এ মুহূর্তে আমাদের কাছে নেই।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তহবিল গঠনের জন্য ধনী ও দাতা দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান হেনরি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com