মহাকাশ মিশনে প্রথম সৌদি নারী বারনাভি

মহাকাশ মিশনে প্রথম
সৌদি নারী বারনাভি

বিশ্ববেলা ডেস্ক

প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণে যাচ্ছেন সৌদি আরবের দুই নভোচারী। এর মধ্যে একজন নারী। রায়ানাহ বারনাভি নামের এই সৌদি নারী একজন স্তন ক্যান্সার গবেষক। স্থানীয় সময় গতকাল রোববার বিকেল ৫টা ৩৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে তাদের রওনা দেওয়ার কথা। খবর বিবিসি ও আলজাজিরার।

যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস আয়োজিত এ মিশনে বারনাভির সঙ্গে সৌদির অন্য যে নভোচারী রয়েছেন, তার নাম আলি আল-কারনি। তিনি পেশায় যুদ্ধবিমানের পাইলট। এই অ্যাক্সিওম মিশন ২ (অ্যাক্স-২) নামের অন্য দুই সদস্য হলেন পেগি হুইটসন ও জন শফনার।

পেগি যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একজন সাবেক মহাকাশচারী। তিনি চতুর্থবারের মতো আইএসএসে যাচ্ছেন। শফনার পেশায় ব্যবসায়ী। টেনেসি অঙ্গরাজ্যের এই বাসিন্দা মিশনটিতে পাইলট হিসেবে কাজ করবেন। এই চারজন প্রায় ১০ দিন আইএসএসে থাকবেন। আজ (সোমবার) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তাদের সেখানে পৌঁছানোর কথা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বারনাভি বলেছিলেন, সৌদিসহ এ অঞ্চলের প্রথম নারী নভোচারী হতে পেরে তিনি খুবই খুশি। এটা বেশ আনন্দের এবং সম্মানের বিষয়। আইএসএসে গিয়ে গবেষণা এবং সেখানকার অভিজ্ঞতা ফিরে এসে শিশুদের সঙ্গে ভাগ করে নিতে তিনি অধীর হয়ে অপেক্ষা করছেন। মিশনে সৌদির আরেক নভোচারী আল-কারনি বলেছিলেন, সবসময় অজানা বিষয় অনুসন্ধান, আকাশ-তারার রহস্য জানার আগ্রহ তার প্রবল।

চার সদস্যের এই দল আইএসএসে প্রায় ২০টি পরীক্ষা চালাবেন। এর মধ্যে অন্যতম হলো মহাকর্ষণ শূন্য পরিস্থিতিতে স্টেম সেল কীভাবে কাজ করে, তা নিয়ে গবেষণা করা। আইএসএসে অবস্থান করা আরও সাতজনের সঙ্গে যোগ দেবেন তারা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com