
রাশিয়ার জঙ্গিবিমানের বাধার মুখে একটি মার্কিন নজরদারি ড্রোন পানিতে পড়ে ডুবে যাওয়ার ঘটনার পর কৃষ্ণসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের ফের নজরদারি ড্রোন চলাচল শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির দুই কর্মকর্তা। শুক্রবার ওই অঞ্চলে একটি আরকিউ-৪ গ্লোবাল হক উড়িয়ে যুক্তরাষ্ট্র মিশন আবার শুরু করে। এদিকে কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের সেই ড্রোনটিকে বাধা দিয়ে ডুবিয়ে দেওয়া জঙ্গিবিমানের পাইলটদের পুরস্কৃত করেছে রাশিয়া। খবর রয়টার্সের।
মার্কিন কর্মকর্তাদের মধ্যে একজন জানান, নজরদারি ড্রোন-সংক্রান্ত মঙ্গলবারের ওই ঘটনার পর এটিই এ ধরনের প্রথম ফ্লাইট। ঘটনার পর থেকেই পেন্টাগনের কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলে আসছিলেন, একটি নজরদারি ড্রোন হারানোর পরও ওয়াশিংটন এ ধরনের মিশন বন্ধ করবে না। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন এমকিউ-৯ নজরদারি ড্রোন ডুবিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ঘটা প্রথম সরাসরি ঘটনা।