
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন পান দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সরকারি চাকরিতে বেতনের দিক থেকে সেখানে সবার ওপরে রয়েছেন প্রধান বিচারপতি। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতিরা। খবর দ্য নিউজের।
বেতনের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন প্রেসিডেন্ট। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী যে বেতন পান, তা মন্ত্রীদের চেয়েও কম। গত মঙ্গলবার পাকিস্তানের পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) কাছে পেশ করা নথিতে এসব তথ্য উঠে এসেছে। পিএসির চেয়ারম্যান নূর খান জানান, প্রেসিডেন্টের বর্তমান বেতন মাসে ৮ লাখ ৯৬ হাজার ৫৫০ রুপি এবং প্রধানমন্ত্রীর ২ লাখ ১ হাজার ৫৭৪ রুপি। প্রধান বিচারপতি পান ১৫ লাখ ২৭ হাজার ৩৯৯ রুপি, যা সর্বোচ্চ।