
ভারতের নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন হবে আগামীকাল রোববার। প্রায় ৬০ হাজার শ্রমিক দুই বছরের কঠোর পরিশ্রমে এই নতুন ভবনের নির্মাণকাজ শেষ করেছেন, যা বর্তমানে ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। চারতলা এই পার্লামেন্ট ভবন নির্মাণে খরচ হয়েছে ১৩০ মিলিয়ন ডলার। নজরকাড়া এই পার্লামেন্ট ভবনের উদ্বোধন উপলক্ষে শুরু হয়েছে সাজ সাজ রব ।