রমজান উপলক্ষে আমিরাতে অ্যামাজনে ৫০ শতাংশ ছাড়

বিশ্ববেলা ডেস্ক
রমজান উপলক্ষে আমিরাতে অ্যামাজনে 
৫০ শতাংশ ছাড়

আসন্ন রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিশেষ ছাড় ঘোষণা করেছে ই-কমার্স সাইট অ্যামাজন। অ্যামাজন ডটকম এই ওয়েবসাইট থেকে পণ্য কিনলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। অ্যারাবিয়ান বিজনেস জানায়, প্রতিষ্ঠানটির প্রাইম মেম্বার বা গুরুত্বপূর্ণ সদস্যরা গতকাল শনিবার থেকেই ছাড় পেয়েছেন।

আর সব ধরনের গ্রাহক আজ (রোববার) ছাড় পাবেন। এই ছাড় চলবে ২১ মার্চ পর্যন্ত। অ্যামাজন জিসিসির খুচরা বিক্রিবিষয়ক পরিচালক স্টেফানো মার্টিনেলি বলেন, এ অঞ্চলে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও অর্থবহ মাস হলো রমজান। তাই আমরা গ্রাহকদের সুবিধার্থে আবারও এ উদ্যোগ নিয়েছি। এতে সাশ্রয় হওয়ার পাশাপাশি সময়ও বাঁচবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com