
তুরস্কে গত রোববারের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে হাজারো ব্যালট বাক্সে অনিয়মের অভিযোগ পেয়েছে বলে অভিযোগ করেছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। এ নিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগও করেছে দলটি। খবর আলজাজিরার।
সিএইচপির ডেপুটি চেয়ারম্যান মুহাররেম এরকেক বলেন, প্রতিটি ব্যালট বাক্সের ক্ষেত্রেই কোনো না কোনো অনিয়ম দেখা গেছে। কোথাও হয়তো একটি ভোট গুনতে ভুল হয়েছে, আবার কোথাও শত শত ভোট গুনতে ভুল হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে দেশজুড়ে ২ হাজার ২৬৯টির বেশি ব্যালট বাক্সে এরকম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। একই দিনে পার্লামেন্ট নির্বাচনে ব্যবহৃত ৪ হাজার ৮২৫টি ব্যালট বাক্সেও অনিয়ম হয়েছে। তুরস্কের প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ২৮ মে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সামান্য এগিয়ে আছেন। ৫০ শতাংশ থেকে সামান্য কিছু কম ভোট পেয়েছেন তিনি। সিএইচপির প্রধান কেমাল কিলিচদারোগলু ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন।