অস্ট্রেলিয়ার নদীতে লাখ লাখ মাছের মৃত্যু

অস্ট্রেলিয়ার নদীতে লাখ লাখ মাছের মৃত্যু

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের মেনিন্ডি শহরে ডার্লিং-বাকা নদীতে লাখ লাখ মাছ মারা গেছে। তীব্র তাপদাহে পানি কমে মাছগুলোর মৃত্যু হয়েছে বলে স্থানীয় নদী কর্তৃপক্ষ বলেছে। খবর বিবিসির।

মেনিন্ডি শহরটিতে ৫০০-এর মতো মানুষ থাকেন। শুক্রবার সকালে উঠে সেখানকার লোকজন বিপুলসংখ্যক এই মরা মাছ দেখতে পান। এর আগে বছর তিনেক আগেও এমন মাছ মৃত্যুর ঘটনা দেখেছিল শহরবাসী, তবে এবার মৃত মাছের সংখ্যা অনেক বেশি। গতকাল শনিবার মেনিন্ডির তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। ডার্লিং-বাকা নদীটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ‘মারে ডার্লিং বেসিনের’ অন্তর্গত। ২০১২ সালে নদীটির শুকিয়ে যাওয়া ঠেকাতে এবং প্রাণ ফিরিয়ে আনতে ১৩ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের প্রকল্প নেওয়া হয় এবং তা বাস্তবায়ন করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com