ইমরানকে আত্মসমর্পণের প্রস্তাব আদালতের

ইমরানকে আত্মসমর্পণের প্রস্তাব আদালতের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইর চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার অভিযান আজ (শুক্রবার) পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। সহিংসতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে তোশাখানা মামলায় গ্রেপ্তার অভিযান স্থগিত চেয়ে ইমরানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক জাফর ইকবাল এ আবেদন খারিজ করে তোশাখানা মামলায় গ্রেপ্তার এড়াতে ইমরানকে আত্মসমর্পণের প্রস্তাব দেন। খবর দ্য ডনের।

খবরে বলা হয়, পিটিআইর চেয়ারম্যানকে গ্রেপ্তারে পুলিশি অভিযানের খবরে দলটির নেতাকর্মী ও সমর্থকরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তাতে সহিংসতা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার পর্যন্ত ইমরানকে গ্রেফতার না করার সিদ্ধান্ত জানিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির তথ্য প্রতিমন্ত্রী আমির মীর। এ ছাড়া পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীও বিষয়টি নিশ্চিত করেন। আগামী রোববার লাহোরে নির্বাচনী সমাবেশ করার কথা পিটিআইর। আদালত সেটিতেও নিষেধাজ্ঞা দিয়েছেন।

এদিকে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আবারও ইমরানের কাছে সংলাপের প্রস্তাব দিয়েছেন। গত বুধবার ইসলামাবাদের প্রধানমন্ত্রী হাউসে কাউন্সিল অব পাকিস্তান নিউজপেপার এডিটরসের (সিপিএনই) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শাহবাজ বলেন, দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে বসতে হবে। এর আগেও পিটিআইকে আলোচনার জন্য দুই দফা আমন্ত্রণ জানানো হয়; কিন্তু দলটি সাড়া দেয়নি। তিনি বলেন, সংকট কাটাতে রাজনীতিবিদরা সবসময় সংলাপের আশ্রয় নেন। কিন্তু পিটিআইর এ বিষয়ে ইতিবাচক সাড়া না দেওয়ার ইতিহাস রয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তান গুরুতর রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবে ক্ষমতাসীন জোট সরকার পরিস্থিতির উন্নতিতে ইতিবাচকভাবে অবদান রেখেছে। পাকিস্তানের ঋণ খেলাপি হওয়ার হুমকি এখন শেষ হয়ে গেছে। কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে (পাকিস্তানের) স্টাফ-লেভেল চুক্তি শিগগিরই চূড়ান্ত হবে।

Related Stories

No stories found.
logo
kalbela.com