
আরব লিগের সম্মেলনে অংশ নিতে সৌদি আরব গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়ায় যুদ্ধ শুরুর পর এটাই তার প্রথম সৌদি আরব সফর। ১১ বছর আগে এই আঞ্চলিক জোট থেকে সিরিয়াকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি আরব লিগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। এরপরই আরব লিগের সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে গেলেন তিনি। খবর আলজাজিরার।
২০১১ সালে বিরোধী বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমনপীড়ন ও পরবর্তী ধ্বংসাত্মক যুদ্ধের জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দায়ী করা হয়েছিল। এ জন্য সিরিয়ার সঙ্গে সম্পর্কে লাগাম টানে আরব দেশগুলো। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বাশার আল-আসাদের সৌদি আরব সফর সম্পর্ক পুনরুদ্ধারের জন্য বেশিরভাগ আরব দেশের প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ। যুদ্ধকালীন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্রসহায়তা দিয়েছে সৌদি আরব।