
যৌথ বিনিয়োগে সৌদি আরবে ওষুধ কারখানা করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আগামী বছরের মধ্যে কারখানা স্থাপন শেষে উৎপাদনে যাবে কোম্পানিটি। এতে ৩০ ধরনের ওষুধ উৎপাদন করা হবে। শুধু তা-ই নয়, যৌথ বিনিয়োগ হলেও এ ওষুধ কারখানায় বিনিয়োগের বেশিরভাগ অর্থ থাকবে বাংলাদেশের। ফলে সেদেশে কারখানা স্থাপন ও ওষুধ উৎপাদনে প্রয়োজনীয় জনবল ও প্রযুক্তিও নেওয়া হবে বাংলাদেশ থেকে।
এ বিষয়ে বাংলাদেশ সফররত সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সমঝোতা হয়েছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশ বিশ্বের ১৬০টি দেশে ওষুধ রপ্তানি করছে। ২০২১-২২ অর্থবছরে সব মিলিয়ে ১৮ কোটি ৮৭ লাখ ডলারের ওষুধ রপ্তানি হয়েছে।
কারখানা পরিদর্শন ও দ্বিপক্ষীয় বৈঠক শেষে সিদ্ধান্ত জানিয়ে সালমান এফ রহমান বলেন, দেশের ওষুধশিল্পের বিকাশে সরকার এরই মধ্যে ওষুধশিল্প পার্ক স্থাপন করছে। শিগগিরই সেখানে ওষুধের কাঁচামাল উৎপাদন হবে।