জাপানের সঙ্গে এখন কৌশলগত অংশীদারত্বে যাওয়ার সময়

আ হ ম মুস্তফা কামাল।
আ হ ম মুস্তফা কামাল।পুরোনো ছবি

অন্যতম উন্নয়ন সহযোগী তথা দাতা দেশ জাপানের সঙ্গে বাংলাদেশ একটি কৌশলগত অংশীদারিত্বে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে যে অর্থনৈতিক অগ্রগতি, তাতে জাপানের সঙ্গে আমাদের ব্যাপক অংশীদারিত্ব থেকে একটি কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

গতকাল সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের মাত্রা তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী।

এর আগে সৌজন্য সাক্ষাতের জন্য অর্থমন্ত্রীর নিজ দপ্তরে  আসেন রাষ্ট্রদূত। এ সময় দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ইস্যুগুলোতে গুরুত্বারোপ করেন তারা।

জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরে ‍গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের বিষয়টিও উল্লেখ করেন। জাপান বাংলাদেশে আরও অধিক পরিমাণে বিনিয়োগে আগ্রহের কথাও ব্যক্ত করেন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com