
রোজা ও ঈদের পর টানা কয়েকদিন চাঙ্গা থাকার পর আবার নেতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তৃতীয় কার্যদিবসের মতো সূচক কমেছে। তবে লেনদেন কিছুটা বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সঙ্গে লেনদেনে টাকার পরিমাণ কমেছে।
সোমবার চমক দেখিয়েছে বীমা কোম্পানিগুলো। লেনদেনে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে ছিল এ খাত। ডিএসইর তথ্যমতে, তালিকাভুক্ত ৫৭ কোম্পানির মধ্যে ৩৫টি বা ৮৫ শতাংশের বেশি শেয়ারের দাম বেড়েছে, কমেছে একটির। অপরিবর্তিত ছিল পাঁচটির দাম। এ ছাড়া জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাঁচটির দাম বেড়েছে, কমেছে তিনটির। অপরিবর্তিত ছিল ছয় কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে মোট ৩৪৪ কোম্পানির ১২ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৩৫২ শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ৬৫৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ২৬৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৩ দশমিক ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ২৬০ পয়েন্ট দাঁড়িয়েছে। এ ছাড়া ডিএস-৩০ মূল্যসূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক (ডিএসইএস) ২ দশমিক ৭৬ পয়েন্ট কমেছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৮৪টির। অপরিবর্তিত রয়েছে ১৯০টির দাম।