
এবার ৪ হাজার টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। গতকাল বৃহস্পতিবার ঢাকার শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউসে আম রপ্তানি কার্যক্রম উদ্বোধনকালে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প এবং বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। প্রথম দিন বৃহস্পতিবার ৪ দেশে প্রায় ১০ টন আম রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১১-১২ অর্থবছর ২ লাখ হেক্টর জমিতে ২৩ লাখ ৫০ লাখ টন আম উৎপাদন হয়েছিল। ২০২১-২২ অর্থবছর বাংলাদেশ থেকে ২৮ দেশে ১ হাজার ৭৫৭ টন আম রপ্তানি হয়েছিল।
অনুষ্ঠানে কৃষি সচিব বলেন, বিশ্বে আম উৎপাদনে আমরা সপ্তম হলেও রপ্তানি খুবই কম। রপ্তানি বাড়াতে প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। প্রয়োজনে উৎপাদন স্থানের কাছাকাছি প্যাকিং হাউস করা হবে। রপ্তানিযোগ্য আম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সরেজমিন উইংয়ের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, আম রপ্তানি প্রকল্পের পরিচালক আরিফুর রহমান, বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।