পুঁজিবাজারে বীমা খাতের দাপট অব্যাহত

পুঁজিবাজারে বীমা খাতের দাপট অব্যাহত

পুঁজিবাজারে চলতি সপ্তাহজুড়ে লেনদেনে চমক দেখিয়েছে বীমা খাতের কোম্পানি। রবি থেকে বৃহস্পতিবার প্রায় প্রতিটি কার্যদিবসে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল বীমা খাত। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে লেনদেন বেড়ে ৯৩২ কোটি টাকায় পৌঁছেছে, যা বুধবারের তুলনায় ২২০ কোটি ৯৩ লাখ টাকা বেশি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কিছু পয়েন্ট যোগ হলেও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৩৫৩ প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে বীমা খাতের ৫৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪১, কমেছে ৮টির। অপরিবর্তিত ছিল চারটি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

সার্বিকভাবে ডিএসইতে ১১৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত ছিল ১৮১টির।

ডিএসই জানিয়েছে, লেনদেনে টাকার হিসাবে শীর্ষে থাকা কোম্পানির মধ্যে ছিল বিএসসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, জেমিনী সী ফুড, প্রভাতী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, মুন্নু সিরামিকস, সী পার্ল বীচ ও ইউনিক হোটেল। দর কমার শীর্ষে ছিল ডাচ-বাংলা ব্যাংক, জেমিনী সী ফুড, মিডল্যান্ড ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, অগ্নি সিস্টেম, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুডস, প্যারামউন্ট টেক্সটাইল, আইটিসি ও ইনটেক। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৫ পয়েন্ট। বাজারটিতে এদিন লেনদেনে অংশ নিয়েছে ২১১টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৭৬টির দাম বেড়েছে। কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত ছিল ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। এ বাজারে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৩ লাখ টাকার। আগের কার্যদিবসে ছিল ১৫ কোটি ৩৭ লাখ টাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com