চীনকে উত্তরাঞ্চলে কৃষিনির্ভর কারখানা করার আহ্বান

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।ছবি : সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলে চীনকে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি স্থাপনের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বাংলাদেশকে অনেক সহযোগিতা করছে চীন। এ জন্য চীনের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ। কৃষিপ্রধান বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পকারখানা স্থাপন খুবই প্রয়োজন।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

উত্তরাঞ্চল পরিদর্শন করলে কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা চীনা বিনিয়োগকারীদের পক্ষে সহজ হবে বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের সঙ্গে দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হবে। এ ছাড়া বাংলাদেশের চামড়া ও আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বিনিয়োগ খুবই সম্ভাবনাময়। আইসিটি খাতে বিনিয়োগ চীনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলাদেশ এ খাত থেকে ৫০০ কোটি ডলার রপ্তানির প্রস্তুতি নিয়েছে।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে চীন সহযোগিতা করে যাচ্ছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাবে। এ ছাড়া বাংলাদেশের পাওয়ার প্লান্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করতে প্রস্তুত চীন।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমাতে চীন ৯৮ শতাংশ পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। বাংলাদেশ-চায়না ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন করবে। তখন বিভিন্ন দেশ থেকে বাণিজ্য সুবিধা পেতে পিটিএ বা এফটিএর মতো বাণিজ্য চুক্তি করতে আমরা কাজ করছি। তৈরি পোশাক শিল্পের অনেক পণ্য চীন থেকে আমদানি করতে হয়। এ খাতে আমাদের রপ্তানি বাড়ছে। সংগত কারণেই আমাদের তৈরি পোশাক পণ্যের প্রয়োজনীয় পণ্য আমদানিও বাড়বে।

২০২১-২২ অর্থবছর চীনে ৬৮৩ দশমিক ৪৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ । একই সময়ে চীন থেকে আমদানি হয়েছে ২৬ হাজার ২৫৩ দশমিক ৫ মিলিয়ন ডলারের পণ্য।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com