রমজান ঘিরে বেড়েছে নিত্যপণ্য আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর।
দিনাজপুরের হিলি স্থলবন্দর।ছবি : সংগৃহীত

রমজান মাস সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে ছোলা, ডাল, মসলাসহ বিভিন্ন নিত্যপণ্য আমদানি। ফলে পাইকারিতে কমতে শুরু করেছে পণ্যগুলোর দাম। হিলি বাজারে প্রতি কেজি থাইল্যান্ড ও অস্ট্রেরিয়ার ছোলা বিক্রি হচ্ছে যথাক্রমে ৯০ ও ৮৫ টাকায়। আর ভারতীয় ছোলার দাম কমে দাঁড়িয়েছে ৭৮ টাকা। জানা গেছে, ফেব্রুয়ারিতে ছোলা, খেসারি, মসুর, রসুনসহ ২০ হাজার টন ভোগ্যপণ্য আমদানি হয়েছে। এর মধ্যে ছোলা আমদানি ৭ হাজার ৩০০ টন। আমদানিকারক শাহিনুর রেজা শাহীন বলেন, রমজানে ছোলা, মসুরসহ অন্যান্য ডাল, পেঁয়াজ, রসুনসহ মসলা পণ্যের চাহিদা বেশি থাকে। এগুলোর জন্য অনেক এলসি খোলা হয়েছে। একই সঙ্গে রপ্তানিকারকদের সঙ্গে চুক্তি করেছি।

আরেক আমদানিকারক হারুনুর রশিদ বলেন, বেশি পরিমাণ আমদানি করে রোজাকেন্দ্রিক পণ্যগুলোর বড় ধরনের দাম বাড়ানোর সুযোগ রাখা হচ্ছে না। আমদানিকারকরা বলছেন, ডলার সংকটের কারণে এখন আর অস্ট্রেলিয়া, কানাডা বা ইউক্রেন থেকে পণ্য আমদানিতে এলসি খোলা যাচ্ছে না। এ কারণে আমদানিকারকরা ছোট ছোট এলসি করে ভারত থেকে রমজানে প্রয়োজনীয় পণ্যগুলো আমদানি করছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com