বাজেটের অর্থ ব্যবহারে নতুন নির্দেশনা

অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের পরিচালন ও উন্নয়ন খাতে বরাদ্দ রাখা অর্থ খরচ করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে ইতোপূর্বে সরকারের আগের নির্দেশনার সঙ্গে সমন্বয় রেখে সংশোধিত বাজেটেও পরিচালন ও উন্নয়ন খাতে সম্পূরক ও অতিরিক্ত মজুরির ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের এই কর্তৃত্বমূলক নির্দেশনা বাধ্যতামূলকভাবে প্রতিপালন করতে বলা হয়েছে।

অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১-এর উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এ বিষয়ক প্রজ্ঞাপনের শুরুতেই সংশোধিত বাজেটে পরিচালন খাতের অর্থ ব্যবহার নিয়ে অবস্থান স্পষ্ট করা হয়। এতে বলা হয়–বিদ্যুৎ, প্রশিক্ষণ, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট এবং গ্যাস ও জ্বালানি খাত ছাড়া অন্য সব খাতে সংশোধিত বাজেটে পরিচালন বাজেটের আওতায় রাখা বরাদ্দকৃত অর্থ শতভাগ ব্যয় করা যাবে। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান এ ক্ষেত্রে পরিচালনা বাজেটের শতভাগ অর্থ খরচ করতে পারবে। তবে সব প্রতিষ্ঠানকেই বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৭৫ শতাংশ, প্রশিক্ষণ খাত (প্রশিক্ষণ প্রতিষ্ঠান) ছাড়া বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশ, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট এবং গ্যাস ও জ্বালানি খাতে ৮০ শতাংশ অর্থ ব্যয় করার সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের শেষাংশে স্পষ্ট করা হয় সংশোধিত বাজেটের আওতায় উন্নয়ন খাতে বরাদ্দ হওয়া অর্থ খরচের প্রক্রিয়া নিয়ে। এতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত নির্ধারিত ‘সি’ ক্যাটাগরিভুক্ত প্রকল্পের অর্থ ছাড় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ফের স্থগিতই রাখা হয়েছে। এ ছাড়া ‘এ’ ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পে জিওবি অংশে বরাদ্দকৃত অর্থ শতভাগ, ‘বি’ ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পে জিওবি অংশে বরাদ্দকৃত অর্থের ১৫ শতাংশ সংরক্ষিত রেখে অনূর্ধ্ব ৮৫ শতাংশ ব্যয় করতে বলা হয়েছে।

উন্নয়ন খাতে অর্থ খরচে আগের মতোই নতুন প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবাহন, মোটরযান, জলযান ও আকাশযান ক্রয় বন্ধ রাখতে বলা হয়েছে। তবে আপ্যায়ন ব্যয়, প্রশিক্ষণ, ভ্রমণ, অন্যান্য মনিহারি ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি ও আসবাব খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ, বিদ্যুৎ খাতে ৭৫ শতাংশ, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট এবং গ্যাস ও জ্বালানি খাতে ৮০ শতাংশ পর্যন্ত খরচ করতে বলা হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com