
আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ই-সিমসহ সব ধরনের সিম সরবরাহের ওপর থেকে ২০০ টাকা ভ্যাট অব্যাহতি দাবি করেছে অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অব.) এ দাবি তুলে ধরেন।
এনবিআরের সদস্য মো. মাসুদ সাদিকের (কাস্টমস নীতি) সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অ্যামমটব ছাড়াও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি), বিড়ি শিল্প মালিক সমিতি এবং বাংলাদেশ বেভারেজ ম্যনুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় এনবিআরের সদস্য জাকিয়া সুলতানা এবং সামসুদ্দিন আহমেদ (আয়কর নীতি) উপস্থিত ছিলেন।
অ্যামটব মহাসচিব বলেন, সিমের ওপর ভ্যাট অপসারণ করা হলে মোবাইল অপারেটরদের পক্ষে গ্রামাঞ্চল এবং বিচ্ছিন্ন জনগোষ্ঠীর মাঝে আকর্ষণীয় প্যাকেজ নিয়ে হাজির হওয়া সুবিধাজনক হবে। একইসঙ্গে তা বাংলাদেশের ডিজিটালাইজেশনের লক্ষ্য অর্জন সহায়ক হবে। বাড়বে সরকারের রাজস্ব। নিশ্চিত হবে শিল্প খাতের উন্নয়ন।
সভায় অ্যামটব প্রতিনিধিরা টেলিকম সংক্রান্ত আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক ও সম্পূরক শুল্কবিষয়ক ১৬ দফা প্রস্তাবনা দেন।
এদিকে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে দেশের অন্যতম প্রধান তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবিসি) ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম বলেন, নকল ব্যান্ড রোল এবং নকল সিগারেট বন্ধ করতে হবে। কারণ হিসেবে তিনি বলেন, নকল সিগারেটের কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। এটা বন্ধ হলে রাজস্ব আরও বাড়বে। নতুন করে কর বাড়ানো হলে ভোক্তাদের ওপর আরও চাপ বৃদ্ধি পাবে। এর পাশাপাশি বিদেশ থেকে চোরাচালান হয়ে বিদেশি সিগারেট ঢুকবে বলেও মনে করেন তিনি।