
নারী উদ্যোক্তাদের উন্নয়নে বাংলাদেশকে ‘হাব’ হিসেবে ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)। একই সঙ্গে এ দেশের নারী উন্নয়ন ইস্যুতে সংস্থাটি এসএমই ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। কর্মসূচির আওতায় নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং নারী উদ্যোক্তা সংগঠনকে আরও শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
এ বিষয়ে সংস্থা দুটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং আইটিসির পক্ষে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বাণিজ্যের বিভাগীয় পরিচালক ফিউনা শেরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (কমনওয়েলথ ও উন্নয়ন) উপ-উন্নয়ন পরিচালক ডানকান ওভারফিল্ড এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক মনোয়ারা হাকিম আলী।
অনুষ্ঠানে জানানো হয়, আইটিসি বর্তমানে এশিয়া, আফ্রিকা, ক্যারিবিয়ান ও ল্যাটিন আমেরিকার নারীদের উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশকে এ কার্যক্রমের ‘হাব’ হিসেবে যুক্ত করার অংশ হিসেবে সম্প্রতি মরিশাসে ক্রিয়েটিং ডিজিটাল অ্যাসেট ফর ইউর বিজনেস (টট) কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ, ঘানা, কেনিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া ও মরিশাসে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে ১ হাজার ২০০ নারী উদ্যোক্তা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৪টি সরাসরি ও ভার্চুয়াল মেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে।