বৈশ্বিক পোশাকের দুই খেলোয়াড়ের বৈঠক

ঢাকায় গতকাল বুধবার বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সঙ্গে বৈঠক করে ভিয়েতনামের পোশাক ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল
ঢাকায় গতকাল বুধবার বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সঙ্গে বৈঠক করে ভিয়েতনামের পোশাক ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল

পারস্পরিক বাণিজ্য সুবিধা গ্রহণের জন্য বাংলাদেশ ও ভিয়েতনামের তৈরি পোশাক ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। গতকাল বুধবার ঢাকায় বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সঙ্গে ভিয়েতনামের পোশাক ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের আলোচনায় তারা এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় দুই দেশের ব্যবসায়ীরা পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণে সম্ভাব্য অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন। উভয়পক্ষই আগামী দিনে বাণিজ্য সম্পর্ক জোরদারে আরও বৈঠক আয়োজনের বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন। অন্য সদস্যরা হলেন ডো কোওক হাং, ডো ভ্যান ট্রং, ফাম আন ডং, নগুয়েন থি হিয়েন, ফাম থি ফুয়াং হোয়া এবং লে ফুক তিয়েন। বৈঠকে বিজিএমইএর পরিচালক রাজীব চৌধুরী ও উর্মি গ্রুপের চেয়ারম্যান আশফাক আহমেদ উপস্থিত ছিলেন। বিজিএমইএ জানিয়েছে, ভিয়েতনাম প্রতিনিধি দলের এ সফরটি ছিল দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগানো। আলোচনায় পোশাক ব্যবসার বর্তমান বিশ্ব পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাসহ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।

এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনাম বৈশ্বিক পোশাক বাজারের দুটি প্রধান খেলোয়াড় এবং দ্বিমুখী বাণিজ্য সুবিধা অর্জনের জন্য একে অন্যের পরিপূরক হওয়ার সুযোগ অনেক বেশি। এজন্য পারস্পরিক জ্ঞান ও দক্ষতা ভাগাভাগি করে নিতে পারি এবং সহযোগিতাকে আরও জোরদার করতে পারি, যা উভয়পক্ষকে একসঙ্গে বড় হতে ও বিকাশ লাভ করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এর জন্য দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে সংযুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে বাণিজ্যের সুযোগগুলো অন্বেষণ করতে পারে এবং সেগুলো কাজে লাগাতে পারে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com