
বড় বাড়ি-গাড়ির ধারণা থেকে সরকারি বড় কর্মকর্তাদের সরে আসার তাগিদ দিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, দীর্ঘদিনের অভ্যাস বড় কর্মকর্তা মানেই বড় রুম, বড় গাড়ি, বড় বাড়ি লাগবে। এসব ব্রিটিশ আমলের ধারণা থেকে কর্মকর্তাদের সরে আসতে হবে। এটি আমাদের দরকার নেই।
গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরিকল্পানমন্ত্রী বলেন, দেশে এখন সব ক্ষেত্রে কৃচ্ছ্রসাধন চলছে। তাই বর্তমান সময়ে কৃচ্ছ্রসাধন সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। পরিস্থিতি মোকাবিলায় কৃচ্ছ্রসাধন করতে হবে। ব্যয় করতে হবে পরিমিত। এটি শুধু জনগণের জন্য নয়। সরকারের ভেতরেও কৃচ্ছ্রসাধন চলছে। সবাইকে কৃচ্ছ্রসাধন করতে বলা হয়েছে। সরকারি কর্মকর্তাদের এটি গুরুত্বের সঙ্গে নিতে হবে।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আইএমএফ প্রসঙ্গে বলেন, আইএমএফ কোনো ফ্যাক্টর নয় এবং আমরা আইএমএফের ওপর নির্ভরশীল নই। মিশন আসবে মিশন আসবে বলে এত কথা বলারও কিছু নেই। অনেকে আবার বলেন দাতাগোষ্ঠী। কীসের দাতাগোষ্ঠী? ঋণ করে অর্থ এনে সুদাসলে ফেরত দিই।
এম এ মান্নান আরও বলেন, আইএমএফ কোনো শর্ত দেয়নি, যা দিয়েছে তা শর্ত নয়। এগুলোকে শর্ত বলা ঠিক নয়। বলা যেতে পারে রিকোয়ারমেন্ট। দেশে মূল্যস্ফীতির চাপ আছে। গত মাসে সামান্য একটু কমেছে, মন্দের ভালো। মজুরিও একটু বেড়েছে।
এ সময় অর্থ পাচার নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, হুন্ডির সঙ্গে পারি না। আর রিজার্ভ নিয়ে বাড়াবাড়ি করি না। রিজার্ভ বাড়বে, কমবে—এটিই স্বাভাবিক। যেহেতু পরিমাণটা বেড়ে গিয়েছিল, তাই ইদানীং চোখে পড়েছে বেশি। আগে তো কেউ খবরও রাখতেন না।