১০ বছর কর মওকুফ চায় বিপিজিএমইএ

১০ বছর কর মওকুফ চায় বিপিজিএমইএ

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জড়িত সব প্রতিষ্ঠানের জন্য ১০ বছরের কর মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।

গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় এই প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির সভাপতি শামিম আহমেদ।

প্রস্তাবনায় বর্জ্য ব্যবস্থাপনায় জড়িত সব প্রতিষ্ঠানের অগ্রিম আয়কর না নেওয়ার সুপারিশ করে বিপিজিএমইএ। এ ছাড়া রপ্তানি খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করপোরেট কর ১০ শতাংশ করার পাশাপাশি পেট্রোকেমিক্যাল পণ্যে কাঁচামাল আমদানিতে সঠিক দাম নির্ধারণ ও প্লাস্টিক খেলনা সামগ্রীতে ভ্যাট অব্যাহতির দাবি জানানো হয়।

অন্যদিকে প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আংশিক রপ্তানিমুখী শিল্পে ব্যাংক গ্যারান্টির সমপরিমাণ অর্থের বিপরীতে আমদানিকৃত কাঁচামাল ও উপকরণের জন্য শুল্ক বন্ড সুবিধা, ফার্নিচারের আমদানিকৃত কাঁচামালকে রেগুলেটরি ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি থেকে অব্যাহতির প্রস্তাব দিয়েছে। এ ছাড়া ম্যানুফেচারিং খাতে করপোরেট কর কমানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) শিল্প প্রতিষ্ঠানে বন্ড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর ও বন্ডেড প্রতিষ্ঠানের আমদানি প্রাপ্যতা তিন বছরে উন্নীত করার দাবি জানিয়েছে। এ ছাড়া স্থানীয় ক্রয় ভ্যাটের আওতাবহির্ভূত রাখা, নিয়মিত বন্ডের সুবিধা দেওয়া, স্থায়ী/অস্থায়ী আন্তঃবন্ড স্থানান্তরের ব্যবস্থাসহ ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিতে বিদ্যমান উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করা ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি চেয়েছে। বর্তমানে অগ্রিম আয়কর ১০ শতাংশ নির্ধারিত আছে।

বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) প্রতিবন্ধীদের করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা থেকে ৬ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে। বাড়ি ভাড়ায় মাসে ৫০ হাজার টাকা করছাড়ের বিধান, গাড়ি আমদানিতে ৫০ থেকে ১০০ শতাংশ কর মওকুফ, মুক্তিযোদ্ধাদের মতো প্রতিবন্ধীদের ব্যক্তিগত মোটরযানে শতভাগ নিবন্ধন ফি মওকুফ ও পরিবারে প্রতিবন্ধী থাকলে ৫০ শতাংশ ফি মওকুফের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুয়ায়ী, ২০৪১ সালের মধ্যে মোট উৎপাদিত শক্তির ৪০ ভাগ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদনের প্রস্তাব দেয়।

বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির প্রস্তাব বলা হয়েছে, ২০১২ সালের মূসক ও সম্পূরক আইনের ২৬ ধারার আলোকে অব্যাহতির তালিকায় কেক, ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি পণ্য অন্তর্ভুক্ত করা, কনফেকশনারি পণ্য এবং ২০০ টাকার প্রতি কেজি বিস্কুট ও ২৫০ টাকার কেক ভ্যাটমুক্ত রাখা।

আমদানি পর্যায়ে কোনো পণ্যে উৎস কর কর্তন করা হলে সরবরাহ বিল থেকে পুনরায় আয়কর অব্যাহতির দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।

ই-কমার্স প্রতিষ্ঠানের অফিস, গোড়াউন, ফুলফিলমেন্ট সেন্টার, সর্টিং সেন্টারের ভাড়ায় ভ্যাট তুলে দেওয়ার দাবি জানিয়েছে ই-ক্যাব। এ ছাড়া তাদের প্রস্তাবনায় রয়েছে, ডেলিভারি চার্জের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা, ১০ বছরের জন্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কর অব্যাহতি ইত্যাদি।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আমরা উন্নত দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। মনের দিক দিয়েও আমাদের উন্নত হতে হবে। অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার সাহস থাকতে হবে। ভ্যাট-ট্যাক্স দিলে আর এগিয়ে যেতে পারছি না। এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। ট্যাক্স-ভ্যাট মাফ নয়। এগুলো দিয়েই আমরা ব্যবসা করব—এই মানসিকতা থাকতে হবে ব্যবসায়ীদের।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com