নজরদারিতে যুক্তরাষ্ট্রের ছোট ব্যাংকগুলো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক বন্ধ হওয়ার পর তৎপর হয়ে উঠেছে হোয়াইট হাউস ও নিয়ন্ত্রক সংস্থাগুলো। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস এখন ফার্স্ট রিপাবলিক ব্যাংকসহ অন্যান্য ছোট ব্যাংক নজরদারির মধ্যে রেখেছে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, সিলিকন ভ্যালি, সিগনেচার ব্যাংক বন্ধসহ এ বিষয়ে নেওয়া পদক্ষেপগুলোর কারণে দেশের ব্যাংক ব্যবস্থা এখন যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। এ সময় আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে তারা বলেন, তাদের আমানত সুরক্ষিত আছে।

তারা আরও বলেন, পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করছি, তা নিশ্চিতে প্রতিদিন অনেক ব্যয় হচ্ছে। এ ছাড়া সিলিকন ভ্যালি মানের ব্যাংকগুলোর সমস্যায় পড়ার সম্ভাবনা আছে কি না, তা খতিয়ে দেখতে রাজস্ব বিভাগ ও ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে হোয়াইট হাউস। গত শুক্রবার ক্যালিফোর্নিয়াভিত্তিক সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ ঘোষণা করে এর নিয়ন্ত্রণ নেয় এফডিআইসি। এর দুদিন পরই সিগনেচার ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ সময় আমানতকারীদের আশ্বস্ত করতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমেরিকার অর্থ ব্যবস্থা নিরাপদ।

এখন সবচেয়ে নজরদারিতে আছে ফার্স্ট রিপাবলিক ব্যাংক। কর্মকর্তারা বলছেন, এ ব্যাংক কিছুটা বেশি চাপের মুখে। তবে এখনই ফার্স্ট রিপাবলিকের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com