
বাংলাদেশে ইলেকট্রিক বাইকের সম্ভাবনা প্রচুর। বিনিয়োগ পরিবেশও ভালো। এ অবস্থায় বিদেশি ডেলিগেটদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআইর বাংলাদেশ বিজনেস সামিটের প্লেনারি সেশনে এ আহ্বান জানানো হয়। এমসিসিআইর সহসভাপতি হাবিবুল্লাহ এন করিমের পরিচালনায় এতে বক্তব্য দেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ ও পিডব্লিউসির সিনিয়র পার্টনার অরিজিৎ চক্রবর্তী।
অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান খান বলেন, দেশে মোটরবাইকের জন্য নীতি হয়েছে। এখন বাইক ও ইলেকট্রিক বাইকের বিষয়ে নীতিমালা আসছে। এখন বলতেই পারি, আপনারা এ খাতে বিনিয়োগ করতে পারেন। তবে তিন চাকার অটোরিকশা নিয়ে উদ্বেগ রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা লিড অ্যাসিড ব্যাটারি থেকে লিথিয়াম আয়ন ব্যাটারির দিকে যাচ্ছি। এরই মধ্যে দুই কোম্পানি কাজ শুরু করেছে। এটা বেসিক পর্যায়। আগামীতে আমরা লিথিয়াম আয়নের দিকে যাব।