৩ বিলিয়ন ঋণ দেবে কোরিয়া

৩ বিলিয়ন ঋণ দেবে কোরিয়া

আগামী পাঁচ বছরের ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে কোরিয়া। এই ঋণ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহার হবে। এ ছাড়া শিক্ষা খাত উন্নয়নে ৮ দশমিক ৬৮ মিলিয়ন ডলার অনুদান দেবে জাপান। ঋণ এবং অনুদানের বিষয়ে জাপান ও কোরিয়া সরকারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ।

গতকাল সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইআরডি কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি হয়।

ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফ্যাসিলিটি থেকে ঋণ নিতে বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে লেটার অব আন্ডারস্ট্যান্ডিং এবং কো-অপারেশন এগ্রিমেন্ট সই হয়েছে। ২০২৩-২০২৭ মেয়াদে তিন বিলিয়ন ডলারের নমনীয় ঋণ সহায়তার বিষয়ে চুক্তি সই করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং কোরিয়ার ইকোনমি অ্যান্ড ফিন্যান্স মিনিস্টার সিওং উক কিম।

আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘দ্য প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অব ইকুইপমেন্ট ফর টেকনিক্যাল এডুকেশন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে ৮ দশমিক ৬৮ মিলিয়ন ডলারের অনুদান চুক্তি হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com