মোংলা বন্দরে ২০ দিনে খালাস ১ হাজার ৬২৯ গাড়ি

মোংলা বন্দর।
মোংলা বন্দর।ছবি : কালবেলা

ডলার সংকট কেটে যাওয়ায় দেশে আবারও পুরোদমে শুরু হয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানি। চলতি মাসে কেবল মোংলা বন্দর দিয়ে আমদানি হয়েছে ১ হাজার ৬২৯ গাড়ি। এর মধ্যে মালয়েশিয়া পতাকাবাহী এমভি মালয়েশিয়া স্টার নামে বাণিজ্যিক জাহাজ জাপান থেকে বন্দরে আসে ৯২৬ গাড়ি নিয়ে। গত শুক্রবার গাড়িগুলো খালাস করা হয়। একই জাহাজে গত ৪ মে আসা ৭০৩ গাড়ি খালাস হয়।

বাংলাদেশে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠনের (বারভিডা) সভাপতি হাবিবুল্লা ডন জানান, ইউক্রেন সংকটে বিশ্ব অর্থনীতির অস্থিতিশীলতার প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশে ডলারের ভয়াবহ সংকট ছিল। ফলে গাড়ি আমদানির জন্য এলসি করা যায়নি। এর আগে মোংলা ও চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতি মাসে দেড় থেকে ২ হাজার গাড়ি আমদানি হতো। কিন্তু গত ৯ মাসে আমদানি কম ছিল।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com