
বার্ষিক আয়কর রিটার্ন আগামী ১৫ জুন পর্যন্ত জমা দিতে পারবেন কোম্পানি করদাতারা। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২২-২৩ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনেক কোম্পানি করদাতা সময় বাড়ানোর আবেদন করেছেন। তাদের জন্য রিটার্ন দাখিলের সময় আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানো হলো।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ব্যক্তিশ্রেণির পাশাপাশি কোম্পানি শ্রেণির করদাতাদেরও রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। ক্যালেন্ডার বছর শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে এই রিটার্ন জমা দেওয়ার বিধান রয়েছে।
সে হিসাবে ২০২২ সালের বার্ষিক আয়কর রিটার্ন ২০২৩ সালের ১৫ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার শেষ সময় ছিল।
নানা কারণে ব্যবসায়ীরা সময়মতো রিটার্ন জমা দিতে পারেননি। তারা রিটার্নের সময় বাড়ানোর আবেদন করেন। তাদের সুবিধার্থে রিটার্ন জমার সময় ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।