কমিশন ইস্যুতে আপস করবে না পিপলস ইন্স্যুরেন্স

কমিশন ইস্যুতে আপস করবে না পিপলস ইন্স্যুরেন্স

নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) অনুমোদন ছাড়া নীতিবহির্ভূতভাবে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি কমিশন বাণিজ্য করছে। এক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে কমিশনের ব্যাপারে কোনো আপস করবে না পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি।

বৃহস্পতিবার প্রধান কার্যালয় এবং শাখা অফিসগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী এসব কথা বলেন। অনুষ্ঠানে পর্ষদের সদস্য আনোয়ারুল হক, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, ফরহাদ আহমেদ আকন্দ, কবির আহমেদ, মাহবুবুর রহমান পাটোয়ারী, আজিজুল হক, জ্যোৎস্না আরা বেগম, শোভিত বিকাশ বড়ুয়া, এফসিএমএ, দিলশাদ আহমেদ, কাজী মসিহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র পরিচালক দিলশাদ আহমেদ কালবেলাকে বলেন, দেশের বীমা খাতের ইতিহাসে পিপলস ইন্স্যুরেন্স প্রথম সারির প্রথম দিকের একটি কোম্পানি। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নানা কমিশনভিত্তিক বাণিজ্য করছে। এতে তারা নিয়ন্ত্রক সংস্থার নীতি-নৈতিকতাও মানছেন না। ফলে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে। কোনোভাবেই যেন আমাদের কর্মকর্তারা এই অনৈতিক কমিশন বাণিজ্যে জড়িয়ে না পড়ে সেই বিষয়ে তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ পিপলস ইন্স্যুরেন্স শুরু থেকেই সব ধরনের নীতি-নৈতিকতা মেনেই ব্যবসা পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা মেনে চলতে চায়। এতে ব্যবসা কম হলেও সমস্যা নেই। তিনি বলেন, আমরা রি-ইন্স্যুরেন্স নিশ্চিতের পরই ইন্স্যুরেন্স করে থাকি। ফলে আমাদের বীমা দাবি পরিশোধের হারও অনেক বেশি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com