এসএমই খাতে ২৫ শতাংশ ঋণ দেওয়ার নির্দেশ

বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত

দেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে ২০২৪ সালের মধ্যে মোট ঋণের অন্তত ২৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে উন্নীত করতে হবে।

গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠানের মোট ঋণ স্থিতির মধ্যে এসএমই খাতে ঋণের পরিমাণ প্রতিবছর এক শতাংশ হারে বাড়ানো অব্যাহত রাখতে হবে। ২০২৪ সালের মধ্যে মোট ঋণের অন্তত ২৫ শতাংশ এসএমই খাতে উন্নীত করতে হবে। এ খাতে বিতরণ করা ঋণের কমপক্ষে ৫০ শতাংশ কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দিতে হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com