২০০ কোটি টাকার বন্ড ছাড়বে লংকাবাংলা

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। ছবি : সংগৃহীত

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ‘চতুর্থ জিরো-কুপন বন্ড’ ছাড়ার মাধ্যমে বাজার থেকে ২০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সূত্র জানিয়েছে, কোম্পানিটির পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, কোম্পানির গত বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৬৫ দশমিক ১২ শতাংশ। গত সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক হয়। সভায় বন্ড ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের বিষয় চূড়ান্ত হয়েছে। এর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্স বন্ড ছেড়ে তারল্য প্রবাহ বাড়িয়ে চলমান অর্থায়ন চাহিদা পূরণের সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

২০০৬ সালের পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার টাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com