আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে গতকাল বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বৃদ্ধির ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টির প্রভাবে পণ্যটির দাম কমছে বলে জানিয়েছে রয়টার্স।

ফিউচার মার্কেটে গতকাল প্রতি ব্যারেল তেলের দাম ৩৭ সেন্ট বা দশমিক ৫ শতাংশ কমে বিক্রি হয় ৭৬ ডলার ৫৯ সেন্টে। এ ছাড়া একই পরিমাণ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩৪ সেন্ট কমে দাঁড়ায় ৭২ ডলার ৪৯ সেন্ট। যুক্তরাষ্ট্রে ২০২১ সালের পর তেলের চাহিদা এখন সবচেয়ে বেশি। এতে দেশটিতে গ্যাসোলিনের মজুত কমেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ঋণসীমা বাড়ানোর ইঙ্গিত মিলেছে। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার তেলের দাম বাড়ে ২ ডলার। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা বৃদ্ধির বিষয়ে সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিকার কেভিন ম্যাককার্থির বৈঠক হয়। বৈঠকে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে শিগগিরই একটি চুক্তি করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com