বিলম্ব পরিশোধে গাড়ি খালাস চায় পুলিশ


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি : সংগৃহীত

ডেফার্ড পেমেন্টের (বিলম্ব পরিশোধ) মাধ্যমে জাপান সরকারের দেওয়া ১০টি আর্মড ভেহিক্যাল চট্টগ্রাম বন্দর থেকে খালাস করতে চায় পুলিশ। সম্প্রতি এ অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কারণ হিসেবে ডিএমপি বলছে, প্রকল্পে তহবিলের অভাবে ১০টি আর্মড ভেহিক্যালের শুল্ক ও ভ্যাট বাবদ ১৬৩ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৪৩৫ টাকা এখনই দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে ডেফার্ড পেমেন্টের মাধ্যমে গাড়িগুলো খালাস করতে চায় সংস্থাটি। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সক্ষমতা বৃদ্ধি, রাত্রিকালীন অপারেশন পরিচালনার জন্য ৫ ফ্লাডলাইট ভেহিক্যাল, ১০ আর্মড ভেহিক্যাল এবং বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার জন্য ২০ এসকর্ট ভেহিক্যাল সংগ্রহ করা হবে। এই প্রকল্পের বিশেষায়িত যানবাহনগুলো জাপানস এইড ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের অধীনে জাপান সরকার তার অনুমোদিত এজেন্সি জেআইসিএসের মাধ্যমে কিনে বাংলাদেশ পুলিশ অধিদপ্তরকে সরবরাহ করবে।

এই প্রকল্পের আওতায় ১০টি আর্মড ভেহিক্যাল চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। কাস্টমস যানবাহনগুলোর সিডি ও ভ্যাট নির্ধারণ করেছে ১৬৩ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার টাকা। মূল ডিপিপিতে এ খাতে মোট ৩৯ দশমিক ৩২ কোটি টাকার সংস্থান ছিল। অন্যদিকে জননিরাপত্তা বিভাগ জানায়, প্রকল্পের জন্য রিলিজিং তহবিল বিলম্বিত হওয়ায় বিভিন্ন অর্থ প্রদানের মাধ্যমে এসব যানবাহন ছেড়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এনবিআরকে অনুরোধ করা হয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০১৯ সালে প্রকল্পটি অনুমোদন করে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৭৯ দশমিক ৬৬ কোটি টাকা। এর মধ্যে জাপান সরকারের সহায়তা ৩৯ দশমিক ৫৮ কোটি এবং জিওবি ৪০ দশমিক শূন্য ৮ কোটি টাকা। যেখানে মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) সিডি এবং ভ্যাটের জন্য ৩৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। একনেক মার্চে প্রথম সংশোধিত ডিপিপি অনুমোদন করে, যখন প্রকল্পের আরডিপিপি সিডি (বন্দর শুল্ক) ও ভ্যাটে অতিরিক্ত ব্যয়ের বিধানের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। আরডিপিপি অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০৯ দশমিক ৪৮ কোটি টাকা।

চিঠিতে আরও বলা হয়েছে, মূলত প্রকল্পের সংশোধনী প্রস্তাবটি ২০২২-২৩ অর্থবছরের জন্য আরএডিপি প্রক্রিয়াকরণের নির্ধারিত সময়ের মধ্যে একনেক দ্বারা অনুমোদিত হয়নি, তাই সংশোধিত বাজেটে প্রয়োজনীয় তহবিল নিশ্চিত করা সম্ভব হয়নি। বরাদ্দের অনুমোদনের পর সিডি এবং ভ্যাটের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান বর্তমান আর্থিক বছরের মধ্যে সাফ করা হবে। ২০১৬ সালে ঢাকার হলি আর্টিসান ক্যাফেতে সন্ত্রাসী হামলা এবং অন্যান্য সমসাময়িক সন্ত্রাসী হামলার সঙ্গে সামঞ্জস্য রেখে, জাপান সরকার সন্ত্রাসবিরোধী অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বাড়াতে অনুদান দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com