বাণিজ্য বাড়াবে বাংলাদেশ লাতিন আমেরিকা

বাণিজ্য বাড়াবে বাংলাদেশ লাতিন আমেরিকা

বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও লাতিন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলএবিসিসিআই) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ও লাতিন আমেরিকার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন হলো।

গতকাল বুধবার বিডা সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক সই হয়। এলএবিসিসিআই সভাপতি আনোয়ার শওকাত আফসার বলেন, এর মাধ্যমে নতুন যুগের সূচনা হয়েছে। এলএবিসিসিআই এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়, বিডা থেকে অধিভুক্তি পেয়েছে। এখন লাতিন আমেরিকার দেশগুলোর ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যে আরও আত্মবিশ্বাসী হবেন। তিনি আগামী ৬-১৭ মে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট বিটুবি (বিজনেস টু বিজনেস) ইভেন্ট ইন লাতিন আমেরিকা-২০২৩’ পরিকল্পনা তুলে ধরেন। ইভেন্টটি বিডা, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এবং এলএবিসিসিআই নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আর্জেন্টিনা ও ব্রাজিলে আয়োজন করবে। এতে অংশ নেবেন বাংলাদেশি ও ইউরোপিয়ান ব্যবসায়ীরা। নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আর্জেন্টিনা ও ব্রাজিলে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। প্রতিনিধি দল বাংলাদেশের সম্ভাব্য খাতে আকর্ষণ, লাতিন আমেরিকায় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, টেক্সটাইল, সয়াবিন, সূর্যমুখী, লৌহ আকরিক, পেট্রোলিয়াম তেল, সার, আরএমজি, কাঠের লগ, পাট, চামড়া ও ওষুধ রপ্তানি ইত্যাদির মতো খাতগুলোর ওপর বি২বি নেটওয়ার্কিং ও সেমিনার আয়োজন করবে। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, বিডা এবং এলএবিসিসিআইর মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও লাতিন আমেরিকার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন হলো। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে। তিনি আরও বলেন, বাংলাদেশ শুধু ১৭ কোটি মানুষের বিশাল স্থানীয় বাজার নয়, বরং যথাযথ বিনিয়োগ করলে এখান থেকেই ভারত, চীনসহ দক্ষিণ এশিয়ার প্রায় ৩০০ কোটির ভোক্তাবাজারে প্রবেশ করা যাবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com