
কার্যক্রম শুরুর চার বছরের মধ্যে বন্ধ হয়ে গেল ভারতের গাড়ি নির্মাতা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার (এমঅ্যান্ডএম) বাংলাদেশ ইউনিট। গত মঙ্গলবার মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (এমবিপিএল) সব রকম কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়ে, মাহিন্দ্রা বাংলাদেশ গত ১৪ মার্চ অংশীজনের সঙ্গে শেষবারের মতো সাধারণ সভা আহ্বান করেছিল। সভায় স্বেচ্ছায় ও চূড়ান্তভাবে প্রতিষ্ঠানটি বন্ধের অনুমোদন দেওয়া হয়। এর ভিত্তিতে মঙ্গলবার থেকেই মাহিন্দ্রা বাংলাদেশের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, ২০২২ সালের ৩১ মার্চ থেকে মাহিন্দ্রা বাংলাদেশের আয় পুরোপুরি শূন্য ছিল। উল্লিখিত তারিখে এমবিপিএলের নিট আর্থিক মূল্য ছিল ৩ কোটি ১৮ লাখ রুপি (৪ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা প্রায়), যা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সর্বমোট মূল্যের দশমিক ১ শতাংশ। এমবিপিএলের অংশীজনরা ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সভায় ইউনিটটি বন্ধ করা এবং এর প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রস্তাব অনুমোদন করেছিলেন। এরপর থেকে মাহিন্দ্রার বাংলাদেশ ইউনিট আর কোনো ব্যবসা কার্যক্রম পরিচালনা করেনি। সব ধরনের যাত্রী, পরিবহন ও ইউটিলিটি যানবাহন বিতরণ, গবেষণা ও উন্নয়নসহ নানাবিধ কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে বাংলাদেশ ইউনিট চালু করেছিল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা।